বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, যিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন না, আল্লাহ তায়ালা তাকে ভালোবাসেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শিক্ষা হচ্ছে জালেমকে প্রতিহত করতে হবে। আমরা নিজেরা জুলুম করবো না এবং কাউকে জুলুম করতে দেবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের তৈরি করেছেন এবং দল তৈরি করেছেন জালেমদের প্রতিহত করার জন্য। তাই সমাজ থেকে জুলুমকে উৎখাত করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
রবিবার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রামের জি. ই. সি কনভেনশন হলে মহানগর জামায়াতের সীরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর আইন মেনে চলতে হবে এবং প্রতিষ্ঠা করার সংগ্রাম করতে হবে, ইসলাম কায়েম করার জন্য জামায়াতবদ্ধ হতে হবে। আল-কোরআনের আলো কেবল নিজের ঘরে নয়, সংসদেও জ্বালাতে হবে। সর্বপ্রথম সংবিধান রচনা করেছেন মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের কোরআনকে বুঝে পড়তে হবে। শুধু খতম পড়ার জন্য কোরআন নাজিল হয়নি। কোরআনকে বুঝে সে অনুযায়ী আমাদের চরিত্র গঠন করতে হবে। যে ব্যক্তি কোরআন থেকে বিচ্ছিন্ন থাকবে তার জীবন সংকীর্ণ হবে। ইসলামের দাওয়াত দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেলে যেতে হয়েছে। বাংলাদেশে ইতিহাসে ৫৪ বছরে জাতীয় সংসদে কোরআনের আইন চালু হয় না। সে সংসদ আমরা মানি না। জুলাই বিপ্লবের ছাত্রদের দাবি জাস্টিস প্রতিষ্ঠিত হলে ইসলাম প্রতিষ্ঠিত হবে। আগামীতে সংসদকে আল্লাহর আইন দিয়ে পরিচালিত করতে হবে। ফ্যাসিস্টরা বিদায় হয়েছে এবং তাদের দোসরদের ষড়যন্ত্রের ব্যাপারে সোচ্চার থাকতে হবে। আজকে ফিলিস্তিনে নিষ্পাপ শিশুদের নির্বিচারে হত্যা করা হচ্ছে। অথচ বিশ্ববিবেক নিরব। তাদের উপর নির্যাতন বন্ধ করতে হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত আমীর পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় মাহফিলে প্রধান ওয়ায়েজ ছিলেন, অধ্যক্ষ মাওলানা মোস্তাক আহমদ ফয়েজী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি মাওলানা আ ন ম শামসুল ইসলাম, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য সাবেক এমপি আলহাজ্ব শাহজাহান চৌধুরী, বিশেষ ওয়ায়েজ হিসেবে আলোচনা পেশ করেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর প্রফেসর ড. বি. এম মফিজুর রহমান আযহারি।
মাহফিলে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, মোহাম্মদ উল্লাহ ও ফয়সাল মুহাম্মদ ইউনুস, নগর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ মোরশেদুল ইসলাম চৌধুরী, নগর সাংগঠনিক সম্পাদক ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, চট্টগ্রাম মহানগরী শ্রমিক কল্যাণের সভাপতি এস এম লুৎফর রহমান প্রমুখ।