ফিলিস্তিনকে এ পর্যন্ত রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘভুক্ত ১৯৩ দেশের মধ্যে ১৫০টি দেশ। আরও ৬টি দেশ অতি দ্রুত স্বীকৃতি দেবে। দেশগুলো হলো: বেলজিয়াম, ফ্রান্স, লুক্সেমবার্গ, মাল্টা, নিউজিল্যান্ড ও লিচেনস্টাইন।
বাকী ৩৭টি দেশের মধ্যেও অনেক দেশ নিকট ভবিষ্যতে স্বীকৃতি দেবে। তবে কিছু দেশ আমেরিকার চাপসহ নানা কারণে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে না।
এর মধ্যে রয়েছে অস্ট্রিয়া, ক্যামেরুন, ক্রোয়েশিয়া, ডেনমার্ক, ইরিত্রিয়া, এস্তোনিয়া, ফিজি, ফিনল্যান্ড, জার্মানি, গ্রিস, ইতালি, জাপান, কিরিবাতি, লাটভিয়া, লিথুনিয়া, মার্শাল আইল্যান্ডস, মলদোভা, মোনাকো, মিয়ানমার, নাউরু, নেদারল্যান্ডস, নর্থ মেসিডোনিয়া, পালাউ, পানামা, সামোয়া, সিঙ্গাপুর, সলোমন আইল্যান্ডস, সুইজারল্যান্ডস, টোঙ্গা, টুভ্যালু।
এছাড়াও জাতিসংঘ সদস্য তালিকার অন্তর্ভুক্ত নয় এমন দেশ কসোভো এবং ভূখণ্ড তাইওয়ান এখনো ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়নি।
এদিকে ফ্রান্সের স্বীকৃতির মাধ্যমে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের মধ্যে চারটির স্বীকৃতি অর্জন করতে যাচ্ছে ফিলিস্তিন।