ফিলিস্তিনের পশ্চিম তীরে বসতি স্থাপনকারী ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলিদের ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে সিঙ্গাপুর।
আজ সোমবার (২২ সেপ্টেম্বর) সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণান এ তথ্য জানিয়েছেন।
সোমবার পার্লামেন্টে প্রদান করা এক বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “সিঙ্গাপুর দ্বি-রাষ্ট্র সমাধান (টু স্টেট সলিউশন) নীতি সমর্থন করে। সেই সঙ্গে যা যা এই নীতির বিরোধী, সেসবের বিপক্ষে সিঙ্গাপুর। তাই যেসব ইসরাইলি বসতকারী পশ্চিমতীরে ইসরাইলের সম্প্রসারণ কার্যক্রমকে সহায়তা করছেন, তাদের ওপর নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নিয়েছে সরকার।”
পাশাপাশি তিনি বলেন, ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ব্যাপারটিও সিঙ্গাপুর সরকারের বিবেচনায় রয়েছে এবং ‘যথাযথ সময়ে’ এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা হবে।
সূত্র : টাইমস অব ইসরাইল