বুধবার | ২২ অক্টোবর | ২০২৫

বিদেশি বিনিয়োগকারীদের প্রয়োজনীয় সুবিধা দিচ্ছে আফগানিস্তান: ওমর আখুন্দজাদা

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের পানি ও বিদ্যুৎ মন্ত্রণালয়ের উপ-মন্ত্রী মুজীবুর রহমান ওমর আখুন্দজাদা বলেছেন, “বর্তমানে আফগানিস্তানে বিনিয়োগের সুযোগ তৈরি হয়েছে এবং ইসলামী আমিরাত দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রয়োজনীয় সুবিধা প্রদান করেছে। দেশি ও বিদেশি সংস্থার প্রতিনিধিরাও তাদের কার্যক্রম, পরিকল্পনা ও প্রস্তাবনা উপস্থাপন করেছেন এবং পানি ও বিদ্যুৎ খাতে সহযোগিতা ও বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন।

আফগানিস্তানে পানি ও বিদ্যুৎ মন্ত্রণালয়ে সম্প্রতি অনুষ্ঠিত এক সভায় তিনি এসব কথা বলেন। সভায় দেশি ও বিদেশি নির্মাণ সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।

সভা শুরুতে মুজীবুর রহমান দেশের বর্তমান পরিস্থিতিতে পানি সম্পদের কার্যকর ব্যবস্থাপনার গুরুত্বের ওপর আলোকপাত করে বলেন, “দুর্ভাগ্যবশত, আফগানিস্তানের পানি সম্পদ গত চার দশক ধরে চলা যুদ্ধ, জলবায়ু পরিবর্তন এবং নিয়মিত খরার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।”

তিনি বলেন, “বর্তমানে দেশের অনেক মানুষ পরিস্কার পানি ব্যবহার করার সুযোগ পায় না এবং সাত মিলিয়নেরও বেশি হেক্টর কৃষি জমি পানির অভাবে ব্যবহারযোগ্য নয়।”

তিনি আরও বলেন, “ইমারাতে ইসলামিয়ার পানি ও বিদ্যুৎ মন্ত্রণালয় পানি ব্যবস্থাপনা এবং বিদ্যুৎ সম্প্রসারণে গুরুত্বপূর্ণ অর্জন করেছে। তবে, এই দুই খাতের ক্রমবর্ধমান গুরুত্বের প্রেক্ষিতে শুধুমাত্র মন্ত্রণালয়ের প্রচেষ্টা যথেষ্ট নয়। প্রয়োজন, যে উভয় বেসরকারি এবং সরকারি খাত কার্যকরভাবে অংশগ্রহণ করবে।”

সভা শেষে পানি ও বিদ্যুৎ মন্ত্রণালয় এবং বেসরকারি খাতের মধ্যে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বারোপ করা হয়েছে এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ভবিষ্যৎ সভাগুলোতে প্রযুক্তিগত বিশদ বিষয়সমূহ আলোচনা এবং এই প্রকল্পে বিনিয়োগের জন্য বাস্তবমুখী সুযোগ তৈরির উদ্দেশ্যে অনুষ্ঠিত হবে।

সূত্র: আরটিএ

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img