বুধবার | ২২ অক্টোবর | ২০২৫

গণভোট আগে না হলে ফেব্রুয়ারির নির্বাচন গ্রহণযোগ্য হবে না: ডা. তাহের

জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন না করলে আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের।

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

তাহের বলেন, “গণভোট জাতীয় নির্বাচনের মৌলিক ভিত্তি। এটি আগে হওয়া জরুরি। একদিনে নির্বাচন ও গণভোট হলে আইনগত জটিলতা সৃষ্টি হবে। তাই আমরা চাই, নভেম্বরের শেষ দিকে গণভোট অনুষ্ঠিত হোক। এরপর নির্বাচন নিয়ে পর্যাপ্ত সময় থাকবে।”

তিনি বলেন, “বিএনপি জনচাপের মুখে গণভোটে রাজি হলেও তারা একদিনে ভোটের কথা বলে বিভ্রান্তি তৈরি করছে।”

নির্বাচনে ‘লেভেল প্লেইং ফিল্ড’ নিশ্চিত করতে প্রশাসন ও পুলিশ বাহিনীতে পরিবর্তনের দাবি জানিয়ে তিনি আরো বলেন, “প্রশাসন ও পুলিশের প্রায় ৭০ শতাংশ কর্মকর্তা একটি নির্দিষ্ট দলের প্রতিনিধিত্ব করেন। এদের দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়।” এ বিষয়ে প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি।

বৈঠকে জুলাই সনদের বাস্তবায়ন, সাংবিধানিক ভিত্তি এবং নির্বাহী আদেশের মাধ্যমে বৈধতা দেওয়ার প্রস্তাব নিয়েও আলোচনা হয়।

তাহের জানান, “আমরা দাবি জানিয়েছি, জুলাই সনদকে ভিত্তি করে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক এবং একে সাংবিধানিক ভিত্তি দিতে একটি সরকারি আদেশ জারি করা হোক।”

তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে জামায়াতের অবস্থান নিয়ে তাহের আরো বলেন, “আমরা মনে করি, বর্তমান অন্তর্বর্তী সরকারই তত্ত্বাবধায়কের ভূমিকা পালন করতে পারে।”

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img