তুরস্কে অধ্যয়নরত ফিলিস্তিনি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ করার ঘোষণা দিয়েছে দেশটির সরকার।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক বার্তায় তুরস্ক সরকারের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়।
এ বিষয়ে এরইমধ্যে একটি আদেশ জারি করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।
আদেশে বলা হয়, তুরস্কে পাবলিক বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও ডিপ্লোমা পর্যায়ে অধ্যয়নরত গাজ্জার শিক্ষার্থীদের এ বছরের দ্বিতীয় সেমিস্টারের খরচ বহন করবে তুর্কি সরকার।











