সোমবার | ১২ জানুয়ারি | ২০২৬
spot_img

আগামীকাল ঢাকায় ইমাম-খতীবদের জাতীয় সম্মেলন

ঢাকায় প্রথমবারের মতো দেশের বিভিন্ন মসজিদের ইমাম–খতীবদের নিয়ে বৃহৎ পরিসরে আয়োজন করা হয়েছে সম্মিলিত ইমাম–খতীব জাতীয় সম্মেলন। ইমাম–খতীবদের দ্বীনি দায়িত্ব স্বাধীনভাবে পালন, সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে তাঁদের মর্যাদা প্রতিষ্ঠা এবং সামগ্রিকভাবে খতীব সমাজের ১০ দফা দাবি উপস্থাপনের লক্ষ্যে এই সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামীকাল রবিবার (২৩ নভেম্বর) দুপুর ২টায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনে অংশ নেবেন হেফাজত, বিএনপি, জামায়াত ও এনসিপিসহ দেশের শীর্ষ রাজনৈতিক ও অরাজনৈতিক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ। হেফাজতের আমীর আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতে ইসলামীর আমির ডাঃ শফিকুর রহমান, জমিয়তের সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুক, ইসলামি আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক প্রমুখ অংশগ্রহণ করবেন বলে আয়োজক সূত্রে জানা গেছে।

সম্মেলনে দেশের বরেণ্য আলেমসমূহ উপস্থিত থাকবেন। তাঁদের মধ্যে রয়েছেন, হাটহাজারী মাদরাসার মুহতামিম মুফতী খলিল আহমাদ কুরাইশী, মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদ, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মুফতী আবদুল মালেক, হেফাজতের মহাসচিব মাওলানা সাজেদুর রহমান, ড. এনায়েতুল্লাহ আব্বাসী, মাওলানা মাহফুজুল হক, পটিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আবু তাহের নদভী, শায়েখ আহমদুল্লাহ, মুফতী জসীম উদ্দিন রাহমানী, মুফতী দেলোয়ার হোসাইন ও মুফতী হারুন ইজহার।

আয়োজকরা জানিয়েছেন, দেশের স্বাধীনতা–সার্বভৌমত্ব রক্ষা, মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অধিকার সংরক্ষণ, ইমাম–খতীবদের সামাজিক নিরাপত্তা, সম্মানজনক ভাতা এবং মসজিদ পরিচালনার আধুনিক নীতিমালা প্রণয়নসহ গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়ে একটি সুস্পষ্ট রোডম্যাপ উপস্থাপিত হবে এই জাতীয় সম্মেলনে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ