শনিবার | ২২ নভেম্বর | ২০২৫

ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের প্রতি ইউরোপীয় ইউনিয়নের সমবেদনা

ঢাকাসহ সারাদেশে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ও ক্ষতিগ্রস্তদেরর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদল।

শনিবার (২২ নভেম্বর) বাংলাদেশ ইউরোপী ইউনিয়নের ফেসবুক পেজে এক পোস্টে এ সমবেদনা জানানো হয়।

শুক্রবার (২১ নভেম্বর) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এদিন সকাল ১০টা ৩৮ মিনিটে রিখটার স্কেল অনুযায়ী ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়, যা কয়েক সেকেন্ড পর্যন্ত স্থায়ী ছিল। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রাজধানীর ঢাকার অদূরে নরসিংদী জেলার মাধবদী উপজেলা।

ভূমিকম্পে হেলে পড়েছে দেশের বিভিন্ন স্থাপনা-ভবন। এতে সারাদেশে ১০ জনের প্রাণহানির তথ্য পাওয়া গেছে। আহত হয়েছেন সাড়ে ৫ শতাধিক বেশি। আহতরা দেশের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, শুক্রবার রাত ৮টা পর্যন্ত দেশের সরকারি হাসপাতালগুলোতে মোট সাড়ে চার শতাধিক আহত রোগী চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে ১৬৭ জনকে ভর্তি করা হয়েছে এবং গুরুতর আহত ১৬ জনকে অন্য হাসপাতালে রেফার করা হয়েছে।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img