ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী রেজাউল করীম চরমোনাই পীর বলেছেন, মানুষের ভোটাধিকার প্রয়োগ নির্বিঘ্ন করতে সরকার-রাজনৈতিক দলের যৌথ প্রচেষ্টা প্রয়োজন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিবাগত রাতে দলের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির একটি বৈঠক তিনি এ কথা বলেন।
মুফতী রেজাউল করীম বলেন, লক্ষ্য নিয়ে অস্পষ্টতা থাকলে পথচলা যায় না। নির্বাচন, সরকার গঠন ও রাষ্ট্র পরিচালনায় কোন নীতি অনুসৃত হবে, সেই বিষয়ে পরিষ্কার ও স্পষ্ট কোনো ধারণা ও অবস্থান নিতে ব্যর্থতার কারণে বৃহত্তর রাজনৈতিক সমঝোতা শেষ পর্যন্ত কাজ করেনি। বিশেষত সমঝোতার একটি বৃহৎ দলের নীতি-অস্পষ্টতা জটিলতা আরও বৃদ্ধি করেছে।
তিনি বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলাম অনুসরণে কোনো দ্বিধা করে না, বরং গর্বের সঙ্গে উচ্চকণ্ঠে ইসলামের নীতি বাস্তবায়নের ঘোষণা দেয়। ত্রয়োদশ জাতীয় নির্বাচনেও আমরা উচ্চকণ্ঠে ইসলামের নীতি বাস্তবায়নের জন্য জনতার দুয়ারে দুয়ারে দাওয়াত নিয়ে যাব। সেই লক্ষ্যে সবাইকে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ দীর্ঘকাল ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি রাষ্ট্র পরিচালনায় জনতার মতামত প্রয়োগের একটা সুযোগ তৈরি হবে। সেই সুযোগকে নির্বিঘ্নে কাজ লাগাতে সরকার ও রাজনৈতিক দলগুলোকে যৌথভাবে কাজ করতে হবে।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম আহ্বায়ক মাওলানা সিদ্দিকুর রহমানসহ কেন্দ্রীয় নেতারা।











