শুক্রবার | ২৩ জানুয়ারি | ২০২৬
spot_img

বিএনপির একজন বড় নেতা ফোন করে বলেছেন, হযরত দরজা খোলা: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতী রেজাউল করীম চরমোনাই পীর বলেছেন, কিছু দিন আগেও বিএনপির একজন বড় নেতা ফোন করে বলেছেন, হযরত দরজা খোলা। কিন্তু আমরা দরজা খোলার জন্য তো আন্দোলন সংগ্রাম করিনি। যারা পরীক্ষিত, তারা নতুন করে আর কী পরীক্ষা দেবে?

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর যাত্রাবাড়ীর কাজলার পাড়ে বাংলাদেশ ইসলামী আন্দোলন আয়োজিত নির্বাচনী সমাবেশে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

চরমোনাই পীর বলেন, যারা বন্ধুর সঙ্গে ধোঁকাবাজি করতে পারে, দেশের মানুষ তাদের কাছে নিরাপদ নয়।

তিনি বলেন, অতীতের সরকার হাজারো মায়ের বুক খালি করেছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে। এক শ্রেণির ক্ষমতালোভীরা ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন দেখছে। জুলাই গণ-অভ্যুত্থানের উত্তাল দিনগুলোতে কোনো রাজনৈতিক দল নিজেদের ব্যানার নিয়ে প্রকাশ্যে মাঠে না নামলেও ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা নেমেছেন।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ