তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন, আমেরিকা সিরিয়ার শরণার্থীদের কথা একবারের জন্যও চিন্তা করে না বরং তারা সিরিয়ায় সন্ত্রাসীদের সহযোগিতা করছে। তাদের সঙ্গে সুর মেলাচ্ছে। সন্ত্রাসী গোষ্ঠী পিকেকের হামলায় গত এক মাসে শিশুসহ বহু নিরপরাধ মানুষ প্রাণ হারিয়েছে। এ ধরণের হামলা অব্যাহত থাকলে আঙ্কারা পাল্টা পদক্ষেপ নিতে কুণ্ঠাবোধ করবে না।
সোমবার (২২ ফেব্রুয়ারি) পশ্চিমাঞ্চলীয় ইজমির প্রদেশে ইলুল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আন্তর্জাতিক অভিবাসনবিষয়ক একটি সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এরদোগান বলেন, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) তুরস্কে আশ্রয় নেওয়া সিরিয়ান শরণার্থীদের জন্য কোনো ধরণের আর্থিক সহযোগিতা দেয়নি। তুরস্কে ৪০ লাখ শরণার্থী রয়েছে, ইউরোপীয় ইউনিয়ন সহযোগিতার প্রতিশ্রুতি দেওয়ার পরও কোনো সহযোগিতা দেয়নি।
তিনি বলেন, গ্রিসকে এক লাখ শরণার্থী রাখার জন্য তিনশ’ কোটি ইউরো দেওয়া হয়েছে, কিন্তু তুরস্ককে ৪০ লাখ শরণার্থীর জন্য কোনো সাহায্যই দেওয়া হয়নি।
এরদোগান জানান, সিরিয়ায় নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠার পর চার লাখ ২০ হাজার শরণার্থী নিজেদের দেশে ফিরে গেছে। সিরিয়ার পরিস্থিতির উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে আরও বেশি শরণার্থী দেশে ফিরে যাবে।










