তালেবানের কাছে পরাজিত হওয়ার পর প্রথমবারের মত আফগানিস্তান সফরে এলো আমেরিকার একটি প্রতিনিধি দল। সফরে ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকী সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন মার্কিন বন্দি বিষয়ক বিশেষ দূত জালমে খলিলজাদ।
বৃহস্পতিবার (২০ মার্চ) কাবুলে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে নিশ্চিত করেছেন আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়া আহমেদ তাকাল।
২০২১ সালে আফগানিস্তানে মার্কিন বাহিনীর শোচনীয় পরাজয়ের পর, এই বৈঠকটি ছিল কোনো মার্কিন উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের প্রথম আফগান সফর। বৈঠকে উভয় দেশের মধ্যে বন্দি বিনিময় ও কনসুলেট পরিষেবা চালুর বিষয়ে আলোচনা হয়েছে, যা ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
এক এক্স বার্তায় তিনি জিয়া আহমেদ লিখেছেন, বন্দি ইস্যুতে অনুষ্ঠিত এই ধরনের বৈঠক উভয় দেশের মধ্যে বিশ্বাস অর্জনের জন্য ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন মার্কিন প্রতিনিধি দলের প্রধান খলিলজাদ।
এদিকে, মার্কিন প্রতিনিধি দলের আফগান সফরকে কাবুল ও ওয়াশিংটনের মধ্যে ইতিবাচক অগ্রগতি হিসেবে বিবেচনা করছেন পররাষ্ট্রমন্ত্রী মাওলানা আমির খান মুত্তাকী।
অন্যদিকে, এই সফরের ফলে আফগানিস্তান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্কের উন্নতি ঘটবে বলে আশা প্রকাশ করেছেন তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রে নতুন সরকার এসেছে এবং তাদের কাছে আমাদের অবস্থান পরিষ্কার করা দরকার। আফগানিস্তান কোন পথে এগোচ্ছে এবং কেমন সম্পর্ক চায়, তা তাদের জানানো জরুরি। সম্ভবত এই বৈঠকগুলো উভয় পক্ষের জন্যই উপকারী হবে এবং যুক্তরাষ্ট্রের নতুন সরকারের উদ্বেগ কমতে পারে।
সূত্র: কেপি ও তোলো নিউজ