শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫

মহানবী (সাঃ)-কে নিয়ে কটূক্তি; যুবককে গণপিটুনি-জুতার মালা পড়িয়ে পুলিশে দিল জনতা

রাজশাহীতে মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ)-কে নিয়ে কটূক্তি করায় সাগর কুমার সাহা নামে এক যুবককে গণপিটুনি ও তার গলায় জুতার মালা পড়িয়ে পুলিশে দিয়েছে এলাকাবাসী।

মঙ্গলবার (২২ এপ্রিল) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

রাজপাড়া থানার ওসি আশরাফুল ইসলাম বলেন, স্থানীয় একটি চায়ের দোকানে বসে ধর্মীয় বিষয় নিয়ে আলাপকালে মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ)-কে নিয়ে কটূক্তি করে সাগর কুমার। বিষয়টি স্থানীয় মুসল্লিদের নজরে আসে। এক পর্যায়ে তাকে ধরে পিটুনি দিয়ে আটকে রেখে পুলিশে খবর দেয়।

পরে পুলিশ গিয়ে তাকে আটক করে থানা হেফাজতে নেয়। এ ঘটনায় সাগরের বিরুদ্ধ মামলা দায়ের করা হবে এবং বুধবার তাকে আদালতে চালান দেওয়া হবে বলেও জানান তিনি।

সাগর কুমার সাহা নগরীর রাজপাড়া থানার বুলনপুর ঘোষপাড়ায় সনাতন কুমার সাহার ছেলে।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img