বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মাদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন কাতারের উপ-প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষাবিষয়ক প্রতিমন্ত্রী শেখ সাউদ বিন আবদুল রহমান বিন হাসান আল-থানি।
বুধবার (২৩ এপ্রিল) দোহায় আর্থনা সম্মেলনের ফাঁকে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
বাংলাদেশের প্রস্তাবে রাজি হয়ে বিভিন্ন সার্ভিস শাখায় ৭২৫ জন সেনাসদেস্য প্রেষণে নেওয়ার সম্মতি প্রদান করায় শেখ তামিম বিন হামাদ আল থানির নেতৃত্বাধীন কাতার সরকারকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা।
তিনি আশা প্রকাশ করে বলেন, এই উদ্যোগের মাধ্যমে দুই দেশের সশস্ত্র বাহিনী পেশাগতভাবে উপকৃত হবে এবং পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে।
তিনি আশ্বাস দিয়ে বলেন, বাংলাদেশের সশস্ত্র বাহিনী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের তিন দশকের অভিজ্ঞতা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব কাতার সশস্ত্র বাহিনীর উন্নয়নে কাজে লাগাবে।
তিনি আরও বলেন, এই ব্যতিক্রমধর্মী উদ্যোগ নতুন সহযোগিতার পথ উন্মোচন করবে এবং ভবিষ্যতে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক গড়ে তুলতে একটি দৃঢ় ভিত্তি তৈরি করবে।











