জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ, চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আয়োজিত “নারীবাদী ন্যারেটিভ বনাম ইসলাম: কোন পথে আমাদের রাষ্ট্রব্যবস্থা?” শীর্ষক সেমিনার সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) বিকালে চট্টগ্রামের দেওয়ানহাটস্থ আল-ইসহাক অডিটোরিয়ামে সংগঠনের মহানগর সভাপতি ড. বেলাল নূর আজিজীর সভাপতিত্বে ও গোলাম কিবরিয়া শরিফীর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,নারীর অধিকার প্রতিষ্ঠার নামে পশ্চিমা নারীবাদ একটি উদ্দেশ্যপ্রণোদিত সাংস্কৃতিক আগ্রাসন চালাচ্ছে, যা আমাদের পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় কাঠামোকে দুর্বল করতে চায়। ইসলাম নারীকে দিয়েছে যথাযথ সম্মান, নিরাপত্তা ও মর্যাদা—যা কোনো পশ্চিমা মতবাদ দিতে পারেনি।
তিনি আরও বলেন, ‘সংস্কার ছাড়া কোনো নির্বাচন হতে পারে না। যারা অতিদ্রুত নির্বাচন চায়, তারা মূলত নির্বাচন নয়, চাঁদাবাজির অনৈতিক ক্ষমতা ভাগাভাগি এবং পেছনের দরজা দিয়ে রাজনীতিতে ফেরার ষড়যন্ত্র করছেন। বিএনপির বর্তমান রাজনীতি চাঁদাবাজি ও ষড়যন্ত্রনির্ভর। তাদের রাষ্ট্রীয় নৈতিকতা সম্পর্কে কোনো দায় নেই।’
বিশেষ অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সভাপতি আলহাজ্ব জান্নাতুল ইসলাম বলেন,আমাদের রাষ্ট্রব্যবস্থাকে ঢেলে সাজাতে হলে ইসলামী আদর্শই একমাত্র পথ। নারীবাদ ও পশ্চিমা চিন্তাচেতনার প্রভাবে রাষ্ট্রের ভবিষ্যৎ আজ হুমকির মুখে।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম জামিয়াতুন নুর আল আলামিয়্যার মুহতামিম মাওলানা ওবায়দুল্লাহ হামযাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. শহীদুল হক, তালীমুল কুরআন কমপ্লেক্স-এর চেয়ারম্যান আলহাজ্ব হাফেজ মুহাম্মদ তৈয়ব,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. মুফতী হুমায়ুন কবির খালভী, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন লেকচারার মাওলানা মিসবাহ উদ্দিন মাদানী,মাওলানা সগীর আহমদ চৌধুরী,মাওলানা বুরহান উদ্দীন আল বারী,মাওলানা শেখ আমজাদ হোসাইন পাহাড়ী, মুফতী গোলাম কিবরিয়া শরীফী,মুফতী রিদুয়ানুল হক শামসী, মাওলানা মোহাম্মদ শাহেদ,মাওলানা এমদাদুল্লাহ কবির ভুইয়া, মাওলানা মুজাহিদুল ইসলাম, মাওলানা শাহ আব্দুল হান্নান ফারুকী প্রমুখ।