শুক্রবার, মে ২৩, ২০২৫

ভোলার বিশিষ্ট আলেম মাওলানা ওমর ফারুক ইন্তেকাল করেছেন

spot_imgspot_img

ভোলার প্রখ্যাত আলেম ও দারুল উলুম আজিজিয়া মাদরাসার মুহতামিম মাওলানা ওমর ফারুক আর নেই। বৃহস্পতিবার (২২ মে) রাত ১০টার দিকে ভোলার নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর।

গত জানুয়ারিতে এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর থেকেই তিনি শয্যাশায়ী ছিলেন। অবশেষে দীর্ঘ চিকিৎসা ও কষ্টের অবসান ঘটিয়ে পরপারে পাড়ি জমান এই বরেণ্য আলেম।

মরহুমের ইন্তেকালের সময় স্ত্রী, দুই পুত্র ও তিন কন্যা অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর দুই পুত্র মাওলানা রাকিবুল ইসলাম ফারুকী ও মাওলানা জিয়াউর রহমান ফারুকী।

শুক্রবার সকাল ১০টায় মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন তাঁর বড় ছেলে মাওলানা রাকিবুল ইসলাম ফারুকী। জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img