জুলাই-আগস্ট গণঅভ্যুত্থনে অংশ নেওয়া সকলের প্রতি ঐক্যের ডাক জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ।
শুক্রবার (২৩ মে) বাদ জুমা বাইতুল মোকারাম মসজিদের উত্তর গেটে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর আয়োজিত সমাবেশে এ আহ্বান জানান সংগঠনের ঢাকা মহানগরের সাধারন সম্পাদক মাওলানা মামুনুল হক।
তিনি বলেন, ‘একের পর এক দাবি আদায়ের সংস্কৃতি অব্যাহত থাকলে দেশকে ধ্বংসের হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না।’
এসময়, গত ১৬ বছরে হেফাজত নেতাকর্মীদের ওপর দেওয়া মামলাগুলো প্রত্যাহার, নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ শেখ হাসিনার বিচার দাবি জানান বক্তারা।
বক্তারা বলেন, যারা খুনি হাসিনাকে পুনর্বাসন করতে চাইবে তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে।
মাওলানা মামুনুল হকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন, মহাসচিব আল্লামা সাজিদুর রহমান।
এতে আরও বক্তব্য রাখেন, মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা আবু তাহের নদভী, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা জালাল আহমদ, মাওলানা মীর ইদ্রিস, মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা যোবায়ের আহমদ, মাওলানা আজিজুল ইসলাম জালালী, মাওলানা কামাল উদ্দিন, মুফতী জাবের কাসেমী, মুফতী শরিফ উল্লাহ, মুফতী সালাহ উদ্দিন, মাওলানা গাজী ইয়াকুব উসমানী, ড. শোয়াইব আহমদ, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা রাশেদ বিন নূর, মুফতী মোস্তাকীম বিল্লাহ হামিদী, মুফতী ফখরুল ইসলাম, মুফতী আব্দুল মালেক।