পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, নারীদের স্বল্পবসন ছোট পোষাক ধর্ষণের অন্যতম প্রধান কারণ।
গত শনিবার আমেরিকার এইচবিও টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
সাক্ষাৎকার গ্রহণকারী জনাথন সোয়ান পাক প্রধানমন্ত্রীর কাছে জানতে চান- নারীর সংক্ষিপ্ত পোষাক ধর্ষণের মতো অপরাধমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখে কিনা। জবাবে ইমরান খান বলেন, “যখন কোনো নারী খুবই সংক্ষিপ্ত পোষাক পরেন তখন সমাজের পুরুষদের ওপর তার প্রভাব পড়ে যদি না সেই পুরুষ রোবট হয়। আমি সাধারণ জ্ঞানের কথা বলছি।”
জনাথন সোয়ান একই প্রশ্ন আবার করেন এবং ইমরান খান জবাবে বলেন, “এটি নির্ভর করছে আপনি কোন সমাজে বসবাস করছেন তার ওপর। যদি এমন সমাজ হয়- যে সমাজে সংক্ষিপ্ত পোষাকের ব্যবহার নেই সেখানে নারীরা এই ধরনের পোশাক পরলে তার প্রভাব পড়বে। আপনি যে সমাজে বাস করেন, যেখানে বড় হয়েছেন, সেখানে হয়তো কোনো প্রভাব ফেলবে না। এটি সাংস্কৃতিক উপনিবেশবাদিতা….. যা আমার সমাজে প্রচলিত, সবাইকে তা গ্রহণ করতে হবে।”
ইমরান খানের এই বক্তব্য এরইমধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে। বেশীরভাগ মানুষ প্রধানমন্ত্রী ইমরান খানের বক্তব্যকে সমর্থন করলেও কিছু মানুষ বিরূপ প্রতিক্রিয়াও দেখিয়েছেন।
সূত্র : পার্সটুডে