গাজ্জায় আগ্রাসনের মাত্র আর তীব্র করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল। গত এক দিনে আরও ৭১ জন ফিলিস্তিনিকে হত্যা ও ২৫১ জনকে আহত করেছে ইসরাইল।
শুক্রবার (২২ আগস্ট) গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয় হামলার বিষয়টি নিশ্চিত করেছে।
গাজ্জা সিটিতে হামলা চালিয়ে ৩৭ জন, শেখ রেদওয়ানে আশ্রয়শিবির হিসেবে ব্যবহৃত একটি স্কুলে বোমাবর্ষণ করে ১২ জন, দক্ষিণে খান ইউনিসের একটি তাবুতে বোমাবর্ষণ করে ৫ জন এবং তুফাহ এলাকায় হামলা চালিয়ে ফিলিস্তিনিদের হত্যা করে ইসরাইলি বাহিনী। এদের মধ্যে ৪ জন শিশুও রয়েছে।
মধ্য গাজ্জার মাঘাজি ক্যাম্পে এবং উত্তর গাজ্জার জাবালিয়া আলা বালাদেও আইডিএফ ব্যাপক বোমাবর্ষণ করেছে। ত্রাণ সংগ্রহকারীদের ওপর গুলিতে আরও ৭ জন নিহত হয়েছেন।
সূত্র: আনাদোলু









