ফিলিস্তিনের বিধ্বস্ত গাজ্জায় বড় ধরনের আগ্রাসনের প্রস্তুতি নিচ্ছে ইহুদিবাদী সন্ত্রাসীদের রাষ্ট্র ইসরাইল।
শনিবার (২৩ আগস্ট) কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রকাশিত এক ভিডিওতে গাজ্জা সিটির সাবরা এলাকায় ইসরাইলি ট্যাংককে অবস্থান করতে দেখা যায়। এলাকাটি গাজ্জা সিটির মধ্যাঞ্চলে অবস্থিত। যা জাইতুন এলাকার কাছাকাছি। জাইতুনে গত কয়েক সপ্তাহ ধরে অবস্থান করছে দখলদার সেনারা।
ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, গাজ্জা সিটি দখলের উদ্দেশ্যে প্রস্তুতি নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে গাজ্জা সিটির উপকণ্ঠে গত কয়েকদিন ধরে অভিযান চালানো হচ্ছে।
গাজ্জা সিটিতে হামলার আগে ৬০ হাজার রিজার্ভ সেনার সমাবেশ করছে ইসরাইল। এরমধ্যে কয়েক হাজার সেনা আগামী ২ সেপ্টেম্বর যোগ দেবে। এর পরের সপ্তাহে গাজ্জা সিটিতে দখলদাররা হামলা শুরু করতে পারে।