ভারতের বিজেপি সরকারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বহনকারী বিমান চলাচলের জন্য পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছে ইসলামাবাদ।
ভারতের সংবাদমাধ্যমগুলো সেদেশের সরকারি সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে।
খবরে বলা হয়, নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে ওই সংস্থার সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দেওয়ার সুবিধার্থে মোদিকে এই সুযোগ দেয় পাকিস্তান।
অনুমতি পাওয়ার পর বুধবার (২২ সেপ্টেম্বর) মোদিকে বহনকারী এয়ার ইন্ডিয়ার একটি বিশেষ বিমান পাকিস্তানের আকাশ দিয়ে আমেরিকার দিকে উড়ে যায়।
চ্যানেলগুলো বলেছে, মোদিকে বহনকারী বিমানকে পাকিস্তানের আকাশ দিয়ে চলাচলের যে অনুমতি চাওয়া হয়েছিল তাতে ইতিবাচক সাড়া দিয়েছে ইসলামাবাদ। তবে এই অনুমতি একবারের জন্য দেওয়া হয়েছে নাকি গত তিন বছর ধরে যে নিষেধাজ্ঞা ছিল তা পুরোপুরি উঠিয়ে দেওয়া হয়েছে তা জানা যায়নি।











