বৃহস্পতিবার | ১ জানুয়ারি | ২০২৬
spot_img

দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় ইমামদের ভূমিকা অপরিসীম : মাশরাফি

সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার ক্ষেত্রে ইমামদের ভূমিকা অতি অপরিসীম বলে মন্তব্য করেছেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মাশরাফি বিন মর্তুজা।

তিনি বলেন, সমাজ থেকে বৈষম্য দূর করতে হলে ইমামদের এগিয়ে আসতে হবে। সমাজ পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন ইমামগণ। সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠার ক্ষেত্রেও ইমামদের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ। ধর্মীয় রীতি-নীতি, বিধি-বিধান এবং ইমামদের পরামর্শ অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) লোহাগড়া উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত আরএলপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ইসলামিক ফাউন্ডেশন নড়াইল জেলা শাখার উপ-পরিচালক মিজানুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হান্নান রুনু শিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজগর আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারণ সম্পাদক ও মেয়র সৈয়দ মসিয়ুর রহমান, সহ-সভাপতি ফয়জুল হক রোম প্রমুখ।

মাশরাফি বিন মর্তুজা আরও বলেন, ‘বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, আরও এগিয়ে যাবে। আরও এগিয়ে যাওয়ার ক্ষেত্রে ইমামদের বেশি ভূমিকা রাখতে হবে। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সমাজের সকল শ্রেণী-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ