মঙ্গলবার | ২৩ ডিসেম্বর | ২০২৫
spot_img

৭১ ইস্যুতে নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াত আমীর

একাত্তরের মুক্তিযুদ্ধে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভুলের জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন দলের আমীর ডা. শফিকুর রহমান।

তিনি বলেন, ‘শুধু একাত্তর নয়, ১৯৪৭ সাল থেকে শুরু করে আজ পর্যন্ত আমাদের দ্বারা যত মানুষ কষ্ট পেয়েছেন, কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সেই সকল মানুষের কাছে আমি বিনাশর্তে ক্ষমা চেয়েছি।’

বুধবার (২২ অক্টোবর) আমেরিকার নিউইয়র্কে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনিিএসব কথা বলেন।

ড. শফিকুর রহমান বলেন, ‘ব্যক্তি হিসেবে মানুষ যেমন ভুল করতে পারে, মানুষের সমষ্টি একটি দলেরও ভুল সিদ্ধান্ত থাকতে পারে। কোনটা ভুল কোনটা সঠিক, সেটা ইতিহাস নির্ধারণ করবে। আজকে যেটাকে ভুল বলা হচ্ছে, কাল সেটাই হয়তো সবচেয়ে বড় সঠিক হিসেবে প্রমাণিত হবে।’

তিনি বলেন, ‘আমরা আদর্শবাদী একটা দল। আমরা বিশ্বাস করি, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। আমাদের দ্বারা, আমাদের সহকর্মীদের দ্বারা মানুষ বিভিন্ন ক্ষেত্রে কষ্ট পেতে পারেন, ক্ষতিগ্রস্ত হতে পারেন। আমি সবকিছুর জন্য কোনো শর্ত আরোপ না করেই মাফ চেয়েছি। মাফ চাওয়ার মধ্যে কোনো পরাজয় নেই, লজ্জা নেই।’

তিনি আরো বলেন, ‘আমার মানবিক মূল্যবোধ এবং দায়িত্বের জায়গা থেকে মাফ চেয়েছি।’

spot_img
spot_img
spot_img

এই বিভাগের

spot_img