শুক্রবার | ২৪ অক্টোবর | ২০২৫

আ’লীগ ও জাতীয় পার্টিকে ছাড়া নির্বাচন হতে দেওয়া হবে না: জিএম কাদের

জাতীয় পার্টি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ছাড়া কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের।

আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে উপজেলা দিবস উপলক্ষে রাজধানীর কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

জিএম কাদের বলেন, ‘জাতীয় পার্টিকে বাদ দিতে পারলে জামায়াতে ইসলামী লাভবান হবে, তাই ষড়যন্ত্র চলছে। এই সরকার দেশে গৃহযুদ্ধ বাধাতে চায়। দেশের ইতিহাসে কখনো এত খারাপ আইন-শৃঙ্খলা পরিস্থিতি ছিল না।’

এ সময় দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী বলেন, ‘জাতীয় ঐকমত্যের অভাব দেশে বিভাজন তৈরি করছে। বর্তমান সরকার আগামী নির্বাচন নিয়ন্ত্রণ করতে চায়, তাদের দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। সুষ্ঠু ভোটের জন্য দরকার নির্দলীয় বা সর্বদলীয় তত্ত্বাবধায়ক সরকার।’

এ সময় জাতীয় পার্টিকে ছাড়া নির্বাচনের চেষ্টা করা হলে তা প্রতিহতের ঘোষণা দেন তিনি।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img