আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার বিচারিক কার্যক্রমের পরবর্তী ধাপ শুরু করতে মামলাটি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত–১ এর বিচারক আবু বক্কর সিদ্দিক এ আদেশ প্রদান করেন। আদেশ ঘোষণার সময় মামলার বাদী ও নিহত আলিফের পিতা জামাল উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন।
আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্ত কর্মকর্তা চলতি বছরের ১ জুন অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে ১৫ আগস্ট শুনানি শেষে আদালত ওই চার্জশিট গ্রহণ করেন।
চার্জশিটে মোট ৩৯ জনকে আসামি করা হলেও তাদের মধ্যে ১৭ জন এখনো পলাতক রয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে আদালত গ্রেপ্তারি পরোয়ানা, ক্রোক ও হুলিয়া জারি করেন।
পাশাপাশি তাদের সন্ধানে পত্রিকায় বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে। নিম্ন আদালতের সব আইনগত প্রক্রিয়া শেষ হওয়ায় মামলাটি বর্তমানে বিচার গ্রহণের উপযোগী পর্যায়ে পৌঁছেছে বলে জানা যায়।











