ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল পরিচালিত গাজ্জা গণহত্যার বিরোধিতা করায় জনপ্রিয় পরিবেশবাদী কর্মী গ্রেটা থুনবার্গকে গ্রেফতার করেছে লন্ডন পুলিশ।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে একথা জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, অ্যাসপেন ইন্স্যুরেন্সের কার্যালয়ের সামনে প্রিজনার্স ফর প্যালেস্টাইন এর উদ্যোগে আয়োজিত প্রতিবাদী অবস্থান কর্মসূচি ‘লক অন’ এ অংশগ্রহণ করায় জনপ্রিয় পরিবেশবাদী কর্মী গ্রেটা থুনবার্গকে সন্ত্রাসবাদ আইনে গ্রেফতার করেছে লন্ডন পুলিশ।
গ্রেফতারের পূর্বে প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে তার হাতে “আমি প্যালেস্টাইন অ্যাকশনের বন্দীদের সমর্থন করি এবং গণহত্যার বিরোধিতা করি” লেখা একটি প্ল্যাকার্ড শোভা পাচ্ছিলো।
সংবাদমাধ্যমের তথ্যমতে, অ্যাসপেন ইন্স্যুরেন্স হলো ইসরাইলের সবচেয়ে বড় অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান ‘এলবিট সিস্টেমস উইকে’কে আর্থিক সেবা দেওয়া একটি প্রতিষ্ঠান। এটি এলবিটকে বাধ্যতামূলক ভাবে এমপ্লয়ার লায়াবিলিটি ইন্সুইরেন্স সরবরাহ করে থাকে, যা ছাড়া প্রতিষ্ঠানটি ব্রিটেনে অস্ত্র উৎপাদন করতে সক্ষম হতো না। অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানটি ইহুদিবাদী অবৈধ রাষ্ট্রটির ড্রোন ও স্থল সামরিক সরঞ্জামের ৮৫ শতাংশের বেশি সরঞ্জাম উৎপাদন করে থাকে।
প্রিজনার্স ফর প্যালেস্টাইনের বন্দী হওয়া কর্মীদের চলমান অনশনের প্রতি সংহতি প্রকাশও এই ‘লক অন’ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য ছিলো। গত ২ নভেম্বর থেকে তারা অনশনে রয়েছেন। তাদের শারিরীক পরিস্থিতিও এমন সংকটজনক পর্যায়ে পৌঁছেছে যে, তাদের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তা সত্ত্বেও ব্রিটেনের বিচারমন্ত্রী ডেভিড ল্যামি এসব অনশনরত বন্দীদের আইনজীবী বা তাদের পরিবারের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছেন। ইসরাইল বিরোধী কোনো দাবী মেনে না নেওয়ার ব্যাপারে অনড় রয়েছেন।











