বুধবার, মার্চ ২৬, ২০২৫

দীর্ঘ এক মাস পর চালু হলো পাক-আফগান সীমান্ত; ক্ষতি ৭০ মিলিয়ন ডলার

দীর্ঘ এক মাস পর পুনরায় খুলে দেয়া হয়েছে ইমারাতে ইসলামীয়া আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যবর্তী প্রধান সীমান্ত তোরখাম। নির্মাণ কাজ চলার কারণে সীমান্তটি পুরোপুরি বন্ধ ঘোষণা করেছিল পাক সেনাবাহিনী। যার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন উভয় দেশের ব্যবসায়ীসহ সাধারণ নাগরিকরা। এই সীমান্ত নিয়ে কোন ধরনের রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন আফগান সরকার।

রবিবার (২৩ মার্চ) নাঙ্গারহার প্রদেশের ডেপুটি গভর্নর আজিজুল্লাহ মুস্তাফা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মালবাহী ট্রাক চলাচলের জন্য গত বুধবার থেকে সীমান্তটি খুলে দেওয়া হয়েছে। আজ রবিবার থেকে যাত্রীদের জন্যেও তোরখাম সীমান্ত খুলে দেওয়া হল।

মুস্তাফা বলেন, এই যাত্রাপথকে কেন্দ্র করে কোন রাজনীতি করা উচিত নয়। এই সীমান্ত যেন আবারো বন্ধ না হয় সেজন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে আফগান প্রশাসন। কারণ সীমান্ত বন্ধ থাকার ফলে দুই দেশের ব্যবসায়ী ও জনগণ উভয়েই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

আফগানিস্তানের বিনিয়োগ ও বাণিজ্য চেম্বার জানিয়েছে, গত এক মাস সীমান্ত বন্ধ থাকার ফলে প্রায় ৭০ মিলিয়ন মার্কিন ডলার ক্ষতির সম্মুখীন হয়েছেন উভয় দেশের বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা।

তোরখাম সীমান্তে আরো সুযোগ সুবিধা যোগ করার আহ্বান জানিয়েছেন বহু সংখ্যক যাত্রী ও ব্যবসায়ীরা। তাদের দাবি, সীমান্তটি যেনো সব সময় খোলা থাকে।

উল্লেখ্য, তোরখাম সীমান্ত পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে প্রধান বাণিজ্যিক রুটগুলোর একটি। প্রতিদিন শত শত ট্রাক এই সীমান্ত দিয়ে খাদ্যদ্রব্য, জ্বালানি, ও অন্যান্য পণ্য পরিবহন করে, যা উভয় দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ।

সূত্র: ডন

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img