শুক্রবার, মে ৯, ২০২৫

বসন্তের আগমনে চারা রোপণ কর্মসূচি পালন করেছেন আফগান প্রধানমন্ত্রী হাসান আখুন্দ

spot_imgspot_img

বসন্তের আগমন উপলক্ষে চারা রোপণ কর্মসূচি পালন করেছেন ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের প্রধানমন্ত্রী মোল্লা মুহাম্মদ হাসান আখুন্দ।

রবিবার (২৩ মার্চ) রাষ্ট্রপতি ভবনের গ্রিনহাউজ প্যালেসে এই চারা রোপণ কর্মসূচি পালিত হয়।

বসন্তের আগমন উপলক্ষে এই চারা রোপণ কর্মসূচিতে তালেবান নেতৃত্বাধীন ইমারাত সরকারের বিভিন্ন নেতা, কর্মকর্তা ও কর্মচারীও অংশগ্রহণ করেন। দেশের পরিবেশের সুরক্ষায় গাছপালা ও প্রকৃতির রক্ষণাবেক্ষণের গুরুত্ব এবং নিজেদের অঙ্গীকারের কথা তুলে ধরেন।

চারা রোপণ কর্মসূচি শেষে আরগ মসজিদের খতিব কারী মুহাম্মদ হানিফ দোয়া পরিচালনা করেন। এতে জনগণের কল্যাণ, রোপিত চারা গাছের বৃদ্ধি, দেশের শান্তি ও সবুজায়নের জন্য বিশেষভাবে দোয়া করা হয়।

উল্লেখ্য, বলকান, ককেশাস, মধ্য ও পশ্চিম এশিয়ার দেশগুলো সাধারণত বসন্তের প্রথম দিনকে নওরোজ হিসেবে উদযাপন করে থাকে। সাধারণত খ্রিস্ট বর্ষের ১৯ থেকে ২১ মার্চের মধ্যে উক্ত মৌসুমের প্রথম দিনটির আগমন ঘটে। এবারের নওরোজ বা বসন্তের প্রথম দিনের আগমন ঘটেছিলো ২১ মার্চ শুক্রবারে। যেহেতু এই মৌসুম গাছপালা ও প্রকৃতিতে সজীবতা নিয়ে আসে তাই প্রাচীনকাল থেকে এই দিনটিকে বিশেষভাবে উদযাপন করা হয়ে থাকে। তবে ইসলাম আগমনের পর মুসলিমদের প্রধান আনন্দ ও খুশির দিন হিসেবে বসন্তের প্রথম দিন নওরোজ ও শরৎের প্রথম দিনের পরিবর্তে ঈদুল ফিতর ও ঈদুল আযহা নির্ধারণ করা হয়।

আফগান ইমারাত সরকার তাদের দেশে নওরোজ উদযাপনের প্রচলন থাকলেও দিনটিকে দিবস হিসেবে উদযাপন না করার ঘোষণা দেয়। চারা রোপণ কর্মসূচিটিও দিবস হিসেবে নয় বরং মৌসুম উপলক্ষে এবারের নওরোজের ২দিন পর ২৩ মার্চ করা হয়। যেহেতু বসন্ত চাষবাস ও চারা রোপণের খুবই আদর্শ সময়।

সূত্র: বাখতার

সর্বশেষ

spot_img
spot_img
spot_img