বুধবার, মার্চ ২৬, ২০২৫

তালেবানের রাজনৈতিক সাফল্য; নরওয়েতে পুনরায় চালু হলো আফগান দূতাবাস

ইমারাতে ইসলামিয়া আফগানিস্তানের কূটনীতিককে গ্রহণ করেছে ইউরোপের দেশ নরওয়ে। আজ ২৪ মার্চ থেকে আফগান নাগরিকদের জন্য কনস্যুলার পরিষেবাও চালু হয়েছে বলে জানা গেছে। অসলো’তে আফগান দূতাবাসের নতুন সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে নাজবুল্লাহ শিরখানকে।

শনিবার (২৩ মার্চ) আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়া আহমেদ তাকাল এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, গত বছর নরওয়েতে অবস্থিত আফগান দূতাবাস বন্ধ হয়ে যায়। এর আফগানিস্তানের সাবেক পশ্চিমা মদদপুষ্ট আশরাফ গনি সরকারের অধীনে থাকা কূটনীতিকদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এরপর নরওয়ের চার্জ দ্য অ্যাফেয়ার্স (অস্থায়ী রাষ্ট্রদূত) আফগানিস্তানের রাজধানী কাবুলে কয়েকবার সফর করেছেন।

এদিকে, নরওয়েতে কূটনীতিক নিয়োগের বিষয়টিকে ইতিবাচক উন্নয়ন হিসেবে দেখছে আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

অন্যদিকে, আফগানিস্তানের রাজনৈতিক বিশ্লেষক ফজল রহমান বলেন, “আফগানিস্তানের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পথ খুঁজছিল ইউরোপিয়ান ইউনিয়ন ও নয়ওয়ে। এই প্রক্রিয়ার অংশ হিসেবে আফগানিস্তানের সাথে প্রাথমিক পর্যায়ে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে নরওয়ে। আশা করি ধীরে ধীরে আফগান কূটনৈতিকদের গ্রহণ করা শুরু করবে ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশগুলো।”

সূত্র: হুরিয়াত রেডিও

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img