গাজ্জার যুদ্ধবিরতি চুক্তি পুনরুদ্ধারের জন্য একটি নতুন প্রস্তাব উত্থাপন করেছে মিশর। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস ও আমেরিকা প্রস্তাবটি সমর্থন করলেও ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া আসেনি।
সোমবার (২৪ মার্চ) এক প্রতিবেদনে এমনই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও জেরুজালেম পোস্ট।
প্রতিবেদন থেকে জানা যায়, মিশরের নতুন পরিকল্পনায় বলা হয়েছে, হামাস প্রতি সপ্তাহে পাঁচজন ইসরাইলি বন্দিকে মুক্তি দেবে এবং প্রথম সপ্তাহের পর ইসরাইল যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ কার্যকর করবে।
মিশরের এই প্রস্তাবে মূলত একটি সময়সূচি নির্ধারণ করা হয়েছে। যার মাধ্যমে গাজ্জা উপত্যাকা থেকে ইসরাইলি বাহিনীর পুরোপুরি প্রত্যাহারের বিনিময়ে সব বন্দির মুক্তির প্রক্রিয়া সম্পন্ন হবে। এই পরিকল্পনার বাস্তবায়ন নিশ্চিত করতে আমেরিকা গ্যারান্টি দেবে বলেও জানিয়েছে মিশরীয় কর্তৃপক্ষ।
মিশরের প্রস্তাবিত নতুন এই প্রস্তাব সম্পর্কে হামাসের বলছে, ইসরাইল জানুয়ারির যুদ্ধবিরতি চুক্তি লজ্জাজনকভাবে লঙ্ঘন করেছে। তবুও তারা (হামাস) এখনো আলোচনা চালিয়ে যেতে প্রস্তুত এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের প্রস্তাব পর্যালোচনা করছে।
মিশরের এই প্রস্তাব কার্যকর হলে গাজ্জায় যুদ্ধের পরবর্তী পরিস্থিতি নির্ধারিত হতে পারে। তবে ইসরাইলের সিদ্ধান্তই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে।