শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫

ভারতের ওয়াকফ আইন বাতিলের দাবিতে প্রতিবাদী সংগীতযাত্রা করেছে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র

ভারত জুড়ে মুসলিম নির্যাতনের প্রতিবাদ ও বিতর্কিত ওয়াক্ফ সংশোধনী বিল বাতিলের দাবিতে ভারতীয় দূতাবাস অভিমুখে সংমার্চ শিরোনামে প্রতিবাদী সংগীতযাত্রা করেছে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র (জাসাক)।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) দুপুরে পল্টনের মুক্তাঙ্গন থেকে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কবি মুহিব খানের নেতৃত্বে এ প্রতিবাদী সংগীতযাত্রা শুরু হয়।

সংমার্চ থেকে ভারতের অযোধ্যায় বাবরি মসজিদ পুননির্মাণ, ওয়াকফ সংশোধন আইন বাতিল, ভারতীয় মুসলমানদের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, নাগরিক ও ধর্মীয় অধিকার সংরক্ষণ এবং ধর্মান্ধ উগ্রবাদী ও সন্ত্রাসবাদীদের কঠোর হস্তে দমনের দাবি জানানো হয়। সেইসঙ্গে ভারতীয় মুসলমানদের পক্ষে বাংলাদেশ সরকারকে সম্ভাব্য সব রকম কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

এ প্রতিবাদী সংগীতযাত্রায় আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি রশিদ আহমদ ফেরদৌস, সহ-সভাপতি শাঈখ মুহাম্মাদ ওসমান গনি, সাধারণ সম্পাদক কাউসার আহমদ সুহাইল, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াদ হায়দার, সহ-সাধারণ সম্পাদক মাইনুদ্দিন ওয়াদুদ, ইব্রাহিম কোব্বাদী, ইয়াসিন হায়দার, আহমদ আবু জাফর, গবেষণা সম্পাদক
মুফতী আফজাল হুসাইন, সাংস্কৃতিক সম্পাদক ইলিয়াস হাসান, সাহিত্য সম্পাদক ইখতিয়ার হুসাইন, মিডিয়া সম্পাদক বোরহান উদ্দিন, শরিয়া বিষয়ক সম্পাদক মুফতী ইমরানুল বারী সিরাজী প্রমূখ।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img