শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫

তুরস্কে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি বিচারক

তুরস্কে আয়োজিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিচারক হিসেবে অংশ নিতে যাচ্ছেন আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা)-এর প্রেসিডেন্ট ও মাহাদুল ক্বিরাত বাংলাদেশের পরিচালক ক্বারী আহমাদ বিন ইউসুফ আযহারী।

আগামীকাল শুক্রবার (২৫ এপ্রিল) সকালে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি।

তুরস্কের গাজিয়ান্তেপ শহরে ২৬ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত চলবে হিফজ ও ক্বিরাতের এই প্রতিযোগিতা।

প্রতিযোগিতা শেষে দেশটির রাজধানী আনকারায় প্রেসিডেন্ট প্যালেসে বিশেষ সংবর্ধনার আয়োজন করা হবে। সেখানে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যিব এরদোগান বিচারকমণ্ডলী ও প্রতিযোগীদের হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেবেন।

উল্লেখ্য, বিশ্বের বৃহৎ এই প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে তিনি দ্বিতীয়বারের মতো বিচারকমণ্ডলীতে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন। এর আগে, ২০১৮ সালে তিনি প্রথমবার তুরস্ক আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার বিচারক নির্বাচিত হন।

আগামী ৩ মে দেশে প্রত্যাবর্তন করবেন তিনি।

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img