মঙ্গলবার | ২ ডিসেম্বর | ২০২৫

রাবেতা মহাসচিব ও আফগান স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক; মুসলিম বিশ্বের ঐক্য নিয়ে আলোচনা

রাবেতাতুল আলম আল ইসলামী বা মুসলিম ওয়ার্ল্ড লীগের মহাসচিব ড. মুহাম্মদ আল ঈসা আফগান স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দীন হক্কানীর সাথে সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (২২ জুলাই) আন্তর্জাতিক বেসরকারি সংস্থাটির ফেসবুক পেজে একথা জানানো হয়।

এতে বলা হয়, শ্রদ্ধেয় মহাসচিব শায়েখ ড. মুহাম্মদ আল ঈসা শাহার শিন্নার প্রাসাদে মহামান্য আফগান স্বরাষ্ট্রমন্ত্রী খলিফা সিরাজুদ্দীন হক্কানীর সাথে সাক্ষাৎ করেছেন।

এসময় মুসলিমদের ঐক্য ও সন্ত্রাসী সংগঠনগুলোর বিরুদ্ধে আফগান ইমারাতে ইসলামিয়া সরকারের প্রচেষ্টা নিয়ে পর্যালোচনামূলক আলোচনা হয়।

ঐক্যের ব্যাপারে উভয়ে জোর দিয়ে বলেন, ইসলামে ঐক্যমতের গুরুত্ব যেমন অপরিসীম, তেমনি বিবাদ ও বিভেদ মুসলিমদের ঐক্য ও ইসলামের সুনামের জন্য বড় ক্ষতির কারণ। এই ক্ষতি সেসব ইজতেহাদী বিষয়াদিতে মতানৈক্যের সমতুল্য নয়, যার মাঝে কতেক আহলে ইলম মাসলাহাত বা কল্যাণ দেখে থাকেন। মাসলাহাত ও মাফসাদাতে (কল্যাণ ও ক্ষতির মাঝে) প্রাধান্য দানের যেসব নীতিমালা সকল মাযহাবে স্বীকৃত, সেসব অনুসারেও এটি তার সমপর্যায়ে পড়ে না।

রাবেতাতুল আলম আল ইসলামীর তথ্যেমতে, এদিন তিনি আফগান ইমারাত সরকারের অন্যান্য মন্ত্রীদের সাথেও সাক্ষাৎ করেন। প্রাসাদে তার সম্মানে ভোজসভারও আয়োজন করা হয়। মন্ত্রীদের পাশাপাশি শীর্ষস্থানীয় আফগান উলামারাও এতে অংশগ্রহণ করেন। ড. ঈসা ও রাবেতার প্রতিনিধিদের সাথে তারা বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img