মঙ্গলবার | ২ ডিসেম্বর | ২০২৫

ফিলিস্তিনিদের ক্ষুধার তাড়নায় মরতে দেখেও নীরব থাকায় বিশ্ব সম্প্রদায়ের নিন্দা করলো হামাস

ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল কর্তৃক অবরুদ্ধ গাজ্জার ফিলিস্তিনিদের ক্ষুধার তাড়নায় মরতে দেখেও নীরব থাকায় বিশ্ববাসীর নিন্দা করলো হামাস।

বৃহস্পতিবার (২৪ জুলাই) ফিলিস্তিন স্বাধীনতাকামী সংগঠনটির টেলিগ্রামে এবিষয়ে একটি বিবৃতি দেওয়া হয়।

বিবৃতিতে বলা হয়, “গাজ্জায় ইসরাইল কর্তৃক ক্ষুধা যন্ত্রণা জিইয়ে রাখার অপরাধ আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য কলঙ্কের। বর্তমান সময়ের অন্যতম ভয়াবহ অপরাধ সংঘটিত হতে দেখেও তারা নির্লজ্জের ন্যায় নীরবতা বজায় রেখেছে।”

“ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যুদ্ধাপরাধী নেতানিয়াহু সরকার গত ৫ মাসে তাদের পরিকল্পিত ও প্রকাশ্য ক্ষুধা ও তৃষ্ণা যন্ত্রণার নীতিমালা আরও তীব্রতর করেছে। এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য অত্যন্ত লজ্জার ও অপমানজনক ব্যাপার। তারা এই ভয়ংকর এবং নৃশংস অপরাধের নীরব দর্শক হয়ে রয়েছে।”

এছাড়াও বলা হয়, “আমরা ইউরোপীয় ইউনিয়ন, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া এবং অন্যান্য পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানাই, তারা যেনো মিডিয়ায় ঘোষিত নিজেদের অবস্থানকে বাস্তব রাজনৈতিক ও অর্থনৈতিক পদক্ষেপে রূপান্তর করে। দখলদারদের সাথে সবধরণের সহযোগিতা ছিন্ন করতে, সম্পর্ক ও চুক্তিগুলো পুনর্মূল্যায়ন করে। যেনো এমন অস্ত্র সরবরাহ বন্ধ করে যার মাধ্যমে বেসামরিক লোক ও শিশুকে দিন-রাত হত্যা করা হচ্ছে। ক্ষুধাকে গণহত্যার হাতিয়ার হিসেবে ব্যবহারের দায়ে তাদের যেনো কঠোর জবাবদিহির আওতায় আনা হয়।”

জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, “ইসরাইলের বিরুদ্ধে কার্যকর ও বাধ্যতামূলক পদক্ষেপ গ্রহণ করা হোক, যেনো দখলদার রাষ্ট্রটি কোনো ধরণের বাধা ও শর্ত ছাড়াই গাজ্জায় ত্রাণ প্রবেশের অনুমতি দিতে বাধ্য হয়। যেনো বেসামরিক লোকজনকে ক্ষুধা ও তৃষ্ণা যন্ত্রণায় মৃত্যু থেকে রক্ষা করা যায়।”

সূত্র: আল জাজিরা

spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img