আফগান, সিরিয়া ও দ্বিপাক্ষিক ইস্যুতে জর্ডানের রাজা আব্দুল্লাহ (দ্বিতীয়) এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মাঝে সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ আগস্ট) মস্কোর মিলিটারি টেকনিক্যাল ফোরাম আর্মি-২০২১ এর প্রাক্কালে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে পুতিন বলেন, পারস্পরিক স্বার্থের প্রতিটি স্তরে রাশিয়া এবং জর্ডানের মধ্যকার সম্পর্কের উন্নতি ঘটছে। তিনি রাজা আব্দুল্লাহ (দ্বিতীয়) এর সাথে নিজেদের মধ্যকার দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি ও আফগান-সিরিয়া পরিস্থিতি নিয়েও আলোচনা করেন।
রাজা আব্দুল্লাহ বলেন, সিরিয়া সংকট উত্তরণে রাশিয়া ও জর্ডানের স্থিতিশীল ভূমিকা পালনের ব্যাপারে তিনি বিশ্বাসী। তিনি নতুন আঙ্গিকে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যকার সংঘাত নিরসনের উপায় খুঁজে বের করার প্রতি গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, সাম্প্রতিককালের ইসরাইল-ফিলিস্তিন সংকট নিরসনে সমঝোতার ক্ষেত্রে রাশিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের কথা অস্বীকার করার কোনো উপায় নেই।
সাময়িক যুদ্ধবিরতি কিংবা সমঝোতা যথেষ্ট নয় উল্লেখ করে তিনি আরও বলেন, এতদসত্ত্বেও আমি মনে করি এটাই সঠিক সময় ফিলিস্তিনিদের নতুন করে জীবন শুরু করার।
সূত্র: মিডল ইস্ট মনিটর।