গাজ্জা উপত্যকায় একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে টানা ১১ বারের মতো ব্যর্থ হয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিংকেন। আর এই ব্যর্থতার জন্য ব্লিংকেনকে রীতিমত অপমান করে ছেড়েছেন দেশটির ডেমোক্রেটিক প্রতিনিধি ইলহান ওমর।
শিকাগোতে অনুষ্ঠিত একটি প্রেস কনফারেন্সে ওমর বলেন, “অস্ত্র ও গোলা বারুদ সরবরাহ করে গাজ্জায় ভয়াবহ পরিস্থিতি তৈরি করে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এবার আপনি নিজেকেই প্রশ্ন করুন, অস্ত্র সরবরাহ অব্যাহত রেখে কিভাবে আমাদের পররাষ্ট্রমন্ত্রী একটি যুদ্ধবিরতি চুক্তির জন্য ১১ বার মধ্যপ্রাচ্য সফর করেন ?”
তিনি আরো বলেন, “কিভাবে আমরা পররাষ্ট্রমন্ত্রীকে ইসরাইলে যেতে দিই.? যখন তিনি ১১ বারের মতোই বলেছেন, আমরা একটি যুদ্ধবিরতি চুক্তির খুব কাছাকাছি রয়েছি। অথচ তিনি ইসরাইল ত্যাগ করার পরেই সংবাদ সম্মেলন ডেকে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, আমরা কোন যুদ্ধবিরতি চুক্তি করছি না।”
ইলহান ওমর বলেন, এরকম কর্মকাণ্ডের মাধ্যমে আন্তর্জাতিক আইনের সাথে আমরা শুধুমাত্র ভন্ডামিই করিনা, বরং অপমানও করি। সেই সঙ্গে তিনি প্রশ্ন ছুড়ে দেন, “তার এমন কর্মকান্ডে বাইডেন প্রশাসনের সদস্যরা কি মোটেও লজ্জাবোধ করেন কি না ?”
সূত্র: মিডল ইস্ট মনিটর











