বুধবার | ১৭ সেপ্টেম্বর | ২০২৫

গাজ্জায় আরও এক সাংবাদিককে হত্যা করল ইসরাইল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় আরও এক সাংবাদিককে হত্যা করেছে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলি বাহিনী।

শনিবার (২৩ আগস্ট) উত্তর গাজ্জার জিকিম এলাকায় ফিলিস্তিনি টিভি চ্যানেলের ক্যামেরাম্যান খালেদ আল মাদোওনকে হত্যা করা হয় বলে জানিয়েছে আরেক ফিলিস্তিনি সাংবাদিক সিন্ডিকেট। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

জিকিম এলাকায় ত্রাণের খোঁজে জড়ো হওয়া ক্ষধার্ত ফিলিস্তিনিদের নিয়ে খবর সংগ্রহ করার সময় হামলার শিকার হন মাদোওন।

ফিলিস্তিনি সাংবাদিক সিন্ডিকেট এ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, সাংবাদিকদের কণ্ঠস্বর স্তব্ধ করার লক্ষ্যে পরিকল্পিতভাবে এ হামলা চালিয়েছে।

সিন্ডিকেট আরও বলেন, গাজ্জার সাংবাদিকরা বিপদ জেনেও তাদের সত্য প্রকাশের মিশনে প্রতিশ্রুতিবদ্ধ।

২০২৩ সালের অক্টোবর থেকে গাজ্জায় নিহত ফিলিস্তিনি সাংবাদিকের সংখ্যা বেড়ে ২৪০ জনে দাঁড়িয়েছে।

এর আগে, চলতি (আগস্ট) মাসের শুরুতে গাজ্জা সিটির আল শিফা হাসপাতালের কাছে তাঁবুতে হামলা চালিয়ে ছয় সাংবাদিককে হত্যা করে ইসরাইল। নিহতদের মধ্যে পাঁচজনই ছিলেন আল জাজিরার সাংবাদিক।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img