বৃহস্পতিবার | ১৬ অক্টোবর | ২০২৫

ডলারের বিপরীতে আফগান মুদ্রার মান উল্লেখযোগ্যভাবে বেড়েছে : আফগান কেন্দ্রীয় ব্যাংক

বিদেশি মুদ্রার বিপরীতে গত চার বছরে আফগান মুদ্রার মান ২১ শতাংশ বেড়েছে বলে জানিয়েছ আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংক। বিশেষ করে মার্কিন ডলারের বিপরীতে মান উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

আফগান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র হাসিবুল্লাহ নূরী জানিয়েছেন, দেশের অর্থনীতি স্থিতিশীল করতে তারা তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। যারমধ্যে রয়েছে মুদ্রার মান বৃদ্ধি করা, ব্যাংকিং খাতকে প্রসারিত করা এবং অর্থনৈতিক সহায়তা বাড়ানো।

হাসিবুল্লাহ বলেছেন, “গত বছর বিদেশী মুদ্রার বিপরীতে আফগানির মান ০ দশমিক ৭৯ শতাংশ ইতিবাচক ছিল। বিশেষ করে ডলারের বিপরীতে। যা নির্দেশ করে আমাদের মুদ্রা স্থিতিশীল আছে। আমার প্রচেষ্টা হলো মুদ্রার মান এমনভাবে ধরা রাখা যেন ভবিষ্যতে এটি খুব বেশি ওঠানামা না করে।”

তিনি জানান, বিশ্বের ২০০টি ব্যাংকের সঙ্গে এ মুহূর্তে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংক লেনদেন করছে। তারা এ সংখ্যা আরও অনেক বাড়াতে চান। যেন ব্যবসায়ীরা আন্তর্জাতিক মণ্ডলে তাদের ব্যবসার পরিধি বাড়াতে পারেন।

কয়েকজন অর্থনীতি বিশেষজ্ঞ জানিয়েছেন, গত চার বছর ধরে আফগানিস্তানের ব্যাংকিং খাতে কিছু প্রতিবন্ধকতা রয়ে গেছে। যদি বিশ্বের অন্যান্য ব্যাংকের সঙ্গে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংক সম্পর্ক বৃদ্ধি করতে পারে তাহলে এসব সমস্যা দূর হতে পারে।

সূত্র: তোলো নিউজ

spot_img
spot_img

এই বিভাগের

spot_img