তামাদ্দুন সাংস্কৃতিক সংসদ আয়োজিত “সুর সৈনিক হামদ-নাত প্রতিযোগিতা-২০২৫” এর চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) কুমিল্লার ধর্মসাগর পাড় সংলগ্ন কবি নজরুল ইনস্টিটিউট অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আবৃত্তিকার রায়হান আমীনের উপস্থাপনায় ও তামাদ্দুনের কেন্দ্রীয় পরিচালক আবুবকর বিন রাশেদের উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শুরুহওয়া অনুষ্ঠানটিতে প্রধান অতিথি ছিলেন, মানবিক সংগঠন বিবেক-এর চেয়ারম্যান ইউসুফ মোল্লা টিপু।
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক জনাব আবু ইউসুফ পাখি ও জনাব কামাল হোসেন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, ইনকিলাব মঞ্চ কুমিল্লার আহ্বায়ক গোলাম সামদানী এবং কুমিল্লা ব্লাড ডোনার্স এসোসিয়েশনের সভাপতি জনাব ফয়েজ মুনশী, বাংলাদেশ মুজাহিদ কমিটি কুমিল্লা জেলার সভাপতি মাওলানা তৈয়ব আহমদ, জামেয়া আরাবিয়া কাসেমুল উলুম মাদরাসার মুহাদ্দিস মুফতী নাঈমুল ইসলাম, তামাদ্দুন অভিভাবক পরিষদের চেয়ারম্যান হাফেজ ক্বারী হুমায়ুন কবির পাহাড়পুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান মাওলানা আবু জাফর মু. সালেহ, ভাইস চেয়ারম্যান শায়খ আব্দুল্লাহ আল মামুন মোস্তফী, মুফতী আবুল বাশার, ইসরাফীল বিন আহমাদ, ডা. সাইফুল ইসলাম মজুমদার, মুফতী মাঈনুল ইসলাম, নুর সাউন্ডের স্বত্বাধিকারী জনাব কামালুদ্দীন তুহিন, বিশিষ্ট ব্যবসায়ী রাশেদ বীন আব্দুল আজিজ,কুমিল্লার জমিন এর ধর্ম পাতার বিভাগীয় সম্পাদক মুফতী শেখ নাঈম বীন আব্দুল বারী, তরুণ উলামা পরিষদের সভাপতি মাও. জিয়াউদ্দীন গালীব, সেক্রেটারি মুফতী আকরামুল হক, তরুণ আলোচক মাওলানা ইকবাল হোসাইন মাজহারী, সংগঠনের শাখা পরিচালক সৈয়দ আল হাসান, নির্বাহী পরিচালক সাকিব আব্দুল্লাহ, সহকারী পরিচালক সালেহ ইব্রাহীম, ওমর ফারুক পাহারপুরী, রবিউল আউয়াল রবিন, মাহদি হাসান সাদী, আব্দুল্লাহ কামাল, বেলাল হোসাইন, উবাইদুল্লাহ প্রমুখ।
ফাইনালে উত্তীর্ণ ৩০ জন থেকে বাছাই শেষে বিজয়ী তিন জনের হাতে সনদপত্র, ক্রেস্ট ও প্রাইজমানী তুলে দেওয়া হয়।
প্রধান অতিথি ইউসুফ মোল্লা টিপু বলেন, “সুস্থ সংস্কৃতির এত সুন্দর আয়োজন হতে পারে, তা আমি কল্পনাও করিনি। এখানে এসে আমি সত্যিই অভিভূত।”
উল্লেখ্য, ২০১১ সনের ১ জানুয়ারি সংগঠনটি প্রতিষ্ঠা করে গত ১ যুগের বেশি সময় ধরে সুনামের সহিত পরিচালনা করে আসছেন সংগঠনের প্রধান পরিচালক, বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাফেজ মাওলানা মাঈনুদ্দীন ওয়াদুদ।