মঙ্গলবার | ১৬ ডিসেম্বর | ২০২৫

শক্তিশালী ঘূর্ণিঝড় কবলে চীনের দক্ষিণাঞ্চল; সরিয়ে নেওয়া হয়েছে ২০ লক্ষ মানুষ

শক্তিশালী ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষায় দক্ষিণাঞ্চল থেকে ২০ লক্ষ মানুষকে সরিয়ে নিয়েছে চীন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) আরটিএর এক প্রতিবেদনে একথা জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, শক্তিশালী ঘূর্ণিঝড় রাগাসার প্রভাবে চীনের দক্ষিণাঞ্চলে ভূমিধ্বসের দুর্যোগ দেখা দিয়েছে। এর থেকে সুরক্ষায় দেশটি অঞ্চলটির ২০ লক্ষ মানুষকে সরিয়ে নিয়েছে।

আজ সকালে শক্তিশালী ঘূর্ণিঝড়টি হংকং ও দক্ষিণ চীনের জনবহুল উপকূলীয় অঞ্চলে আঘাত হানে। এর ফলে প্রবল ঝড় ও বৃষ্টিপাতও দেখা দেয়, যা অঞ্চলটিকে কার্যত স্থবির করে দিয়েছে। প্রচুর বৃষ্টিপাতের ফলে পাহাড়ি ঢল ও ভূমিধ্বসও দেখা দিয়েছে।

ঘূর্ণিঝড়টি এর আগে ফিলিপাইন ও তাইওয়ানে ধ্বংসাত্মকভাবে বয়ে গেছে।

চীনা সংবাদমাধ্যমের তথ্যমতে, বছরের শক্তিশালী ঘূর্ণিঝড় রাগাসা প্রচন্ড গতির ঝড়ো বাতাসের পাশাপাশি ভূমিধ্বস, বন্যা এবং উপকূলে বিশাল ঢেউ সৃষ্টি করেছে। বর্তমানে এটি গুয়াংডং প্রদেশে আঘাত হানতে যাচ্ছে, যেখানে শেনজেন ও গুয়াংজুর মতো বড় বড় শহর অবস্থিত।

তাইওয়ানে এখন পর্যন্ত অন্তত ১৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে এবং নিখোঁজ ১৭ জন।

এই শক্তিশালী ঘূর্ণিঝড়টির প্রভাবে মঙ্গলবার একটি প্রাকৃতিক বাঁধও ভেঙে যায়, যার ফলে গুয়াংফু নগরীতে প্রবলবেগে আনুমানিক ৬.৮ কোটি টন পানির প্রবেশ ঘটে এবং নগরীটিকে প্লাবিত করে। উদ্ধারকারীরা এখনও নিখোঁজদের খোঁজে তৎপর রয়েছেন।

spot_img
spot_img

সর্বশেষ

spot_img

এই বিভাগের

spot_img