বৃহস্পতিবার | ১৮ সেপ্টেম্বর | ২০২৫

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে মাহমুদ আব্বাসের বৈঠক

বৈঠকে দ্বিপক্ষীয় সহযোগিতা এবং মধ্যপ্রাচ্যের ঘটনাবলী নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

কৃষ্ণ সাগর উপকূলীয় শহর সোচিতে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জানা যায়, দুই প্রেসিডেন্ট দ্বিপক্ষীয় অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং অন্যান্য সহযোগিতা জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেন।

রুশ প্রেসিডেন্টের আমন্ত্রণে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এ সফরে যান।

বৈঠকে মস্কোর পক্ষ থেকে বলা হয়েছে, ফিলিস্তিন প্রশ্নে রাশিয়ার অবস্থান অপরিবর্তিত রয়েছে। এ অঞ্চলের জনগণের আশা-আকাঙ্ক্ষা এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত অনুসারে স্বাধীন দুটি রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে ফিলিস্তিন সংকটের সমাধান করা সম্ভব হবে।

spot_img
spot_img

এই বিভাগের

spot_img