অবরুদ্ধ গাজ্জা উপত্যকায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে কিউবায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে নেতৃত্ব দেন দেশটির প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল ও তার স্ত্রী লিস কুয়েস্তা।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) কিউবার রাজধানী হাভানায় মার্কিন দূতাবাসের সামনে এ প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাবেশে ফিলিস্তিনের পতাকা, প্ল্যাকার্ড নিয়ে অংশ নেয় বিক্ষোভকারীরা। ইসরাইলকে গণহত্যাকারী রাষ্ট্র আখ্যা দিয়ে গাজ্জায় গণহত্যা বন্ধের দাবি তোলে হাজার হাজার কিউবান নাগরিক। দাবি উঠে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের।
উল্লেখ্য, ইসরাইলের সাথে কিউবার কূটনৈতিক কোনও সম্পর্ক নেই।











