বৃহস্পতিবার | ১ জানুয়ারি | ২০২৬
spot_img

আমেরিকায় তুষার ঝড়ের কবলে ২০ কোটি মানুষ; নিহত ১২

আমেরিকায় ভয়াবহ আর্কটিক ঝড়ের কবলে পড়ে ভুগছেন দেশটির অন্তত ২০ কোটি মানুষ। এরই মধ্যে প্রবল ঠান্ডায় মারা গেছেন অন্তত ১২ জন। ঝড়ের কারণে কেবল শুক্রবারই বিদ্যুৎবিহীন ছিলেন ১৫ লাখ মানুষ এবং একদিনে বাতিল করা হয়েছে ৮ হাজারেরও বেশি ফ্লাইট।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকার সাউথ ডাকোটায় বিদ্যুৎ এবং জ্বালানি তেল কোনোটাই না থাকার কারণে ঊষ্ণতার তালাশে কাপড় পোড়াচ্ছেন স্থানীয় আদিবাসীরা। প্রায় একই অবস্থা কানাডার অন্টারিও এবং কুইবেক প্রদেশের। এরই মধ্যে এই দুই প্রদেশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে কয়েক লাখ পরিবার।

আমেরিকার আবহাওয়া বিভাগ ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে, এই ঝড়ের ব্যাপ্তি প্রায় ৩ হাজার ২০০ কিলোমিটার। অধিকাংশ এলাকায়ই তাপমাত্রা শূন্য ডিগ্রির নিচে চলে গেছে।

বৈশ্বিক ফ্লাইটের হিসাব রাখা অনলাইন প্ল্যাটফর্ম ফ্লাইটঅ্যাওয়ার জানিয়েছে, প্রবল ঠান্ডা এবং তুষারঝড়ের কারণে আমেরিকায় অভ্যন্তরীণ এবং বিদেশি ফ্লাইট মিলিয়ে স্রেফ একদিনে (শুক্রবার) ৮ হাজারের বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ