বৃহস্পতিবার | ১ জানুয়ারি | ২০২৬
spot_img

ভোটকক্ষে ১০ মিনিটের বেশি থাকতে পারবেন না সাংবাদিকরা

আসন্ন রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে সাংবাদিকদের জন্য দুইটি নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই নির্বাচনে ভোটকক্ষে দুই জনের বেশি সাংবাদিক ঢুকতে পারবেন না। ভোটকক্ষে কেউ ১০ মিনিটের বেশি অবস্থান করতে পারবেন না।

শনিবার (২৪ ডিসেম্বর) ইসির যুগ্মসচিব (পরিচালক-জনসংযোগ) এসএম আসাদুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, রংপুর সিটি করপোরেশন নির্বাচনে সাংবাদিকদের জন্য দুইটি নির্দেশনা রয়েছে। ইসির নির্দেশনা অনুযায়ী একইসঙ্গে দুই জনের বেশি সাংবাদিক ভোটকক্ষে ঢুকতে পারবেন না। সেই সঙ্গে ভোটকক্ষে ১০ মিনিটের বেশি কোনও সাংবাদিক অবস্থান করতে পারবেন না। কমিশন থেকে এরকম নির্দেশনা রয়েছে বলে জানান তিনি।

রসিক নির্বাচনে মোট প্রার্থী সংখ্যা রয়েছে ২৭০ জন। এক্ষেত্রে মেয়র পদে নয় জন, সাধারণ কাউন্সিলর পদে ১৯২ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৬৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন ভোটের মাঠে।

spot_img
spot_img
spot_img
spot_img

সর্বশেষ