বুধবার, মার্চ ১২, ২০২৫

নারী সেনাদের মহাসমারোহে মুক্তিকে চুক্তির লঙ্ঘন দাবী করছে ইসরাইল

৪ নারী সেনাকে হামাসের মহাসমারোহে মুক্তি দেওয়াকে চুক্তির লঙ্ঘন বলে দাবী করেছে দখলকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে হত্যাযজ্ঞ ও সন্ত্রাসী কর্মকাণ্ড অব্যাহত রাখা অবৈধ রাষ্ট্র ইসরাইল।

শনিবার (২৫ জানুয়ারি) এক প্রেস ব্রিফিংয়ে একথা জানায় ইসরাইল সেনা মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি।

তিনি বলেন, আজকের বন্দী বিনিময়ের অংশ হিসেবে আমরা হামাসের কাছে জিম্মি থাকা আমাদের ৪ নারী সেনা সদস্যকে বুঝে পেয়েছি। দ্রুতই আমরা তাদেরকে তাদের পরিবারের নিকট ফিরিয়ে দিবো। তবে বন্দীদের মুক্তিতে হামাস চুক্তির নিয়ম অনুসরণ করছে না।

সংবাদমাধ্যমের তথ্যমতে, সাম্প্রতিক যুদ্ধবিরতির অংশ হিসেবে আজ ২য় বারের মতো বন্দী বিনিময় হয়। ফিলিস্তিন স্বাধীনতাকামী ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস তাদের পূর্ব প্রতিশ্রুতি ও চুক্তি মোতাবেক জিম্মি থাকা ৪ ইসরাইলী নারী সেনাকে মুক্তি দেয়। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা রেডক্রস তাদের বুঝে নেয়। রেডক্রসের কাছে হস্তান্তর বা নারী সেনাদের মুক্তি উপলক্ষে হামাস বিশাল মঞ্চের ব্যবস্থা করে। নারী বন্দীরা হাসিমুখে মঞ্চে উঠে উপস্থিত হামাস যোদ্ধা ও গাজ্জাবাসীকে বিদায় জানায় এবং হামাসের দেওয়া উপহার গ্রহণ করে।

সূত্র: আল জাজিরা

spot_imgspot_img

সর্বশেষ

spot_img
spot_img
spot_img
spot_img