ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ আবারও পিছিয়েছে। প্রতিবেদন জমার জন্য আদালত নির্ধারিত নতুন তারিখ ২৯ জানুয়ারি।
রোববার (২৫ জানুয়ারি) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই নতুন তারিখ নির্ধারণ করেন।
এ নিয়ে মোট তিনবার পেছালো হাদি হত্যার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ। প্রসিকিউশন বিভাগের এসআই রুকনুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন।
এদিন আদালতে তদন্ত প্রতিবেদন জমার দিন ছিল। তবে, মামলার তদন্ত সংস্থা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি) তা দিতে পারেনি। এর জেরে নতুন দিন ধার্য করা হয়।











