জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস বলেছেন, আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) আদেশ মানা বাধ্যতামূলক এবং সকল পক্ষ অবশ্যই তা মেনে চলবে।
শুক্রবার (২৪ মে) তিনি এ কথা বলেছেন বলে তার মুখপাত্র জানান।
জাতিসংঘের শীর্ষ আদালত গাজ্জা উপত্যকার রাফায় ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের হামলা বন্ধ করার নির্দেশ দেওয়ার পর তিনি জোর দিয়ে বলেন, আদালতের আদেশ মানা বাধ্যতামূলক এবং তিনি বিশ্বাস করেন সকল পক্ষই আদালতের এ রায় মেনে চলবে।











