ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, ঈশ্বর আমাকে বিশেষ কাজের দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন।
শুক্রবার (২৪ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি-তে এক সাক্ষাৎকারে এমন দাবী করেন তিনি।
মোদী বলেন, কিছু মানুষ আমাকে পাগল বলতে পারে। কিন্তু আমি বিশ্বাস করি যে, পরমাত্মা আমাকে পাঠিয়েছেন কোনও বিশেষ কাজ করার জন্য। একবার সেই লক্ষ্য পূরণ হয়ে গেলে আমার কাজও শেষ হয়ে যাবে। সেকারণেই আমি পুরোপুরি ঈশ্বরের জন্য নিজেকে উৎসর্গ করেছি।
মোদী আরও বলেন, ঈশ্বর পাতা খোলেন না। তিনি কেবল আমাকে দিয়ে কাজ করিয়ে যান। আর আমিও এরপর কি করব তা জিজ্ঞেস করার জন্য তার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারি না।
এর আগে ঈশ্বর তাকে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য পূরণের জন্য পাঠিয়েছেন বলে দাবী করেছিলেন তিনি।











