রবিবার, মে ২৫, ২০২৫

বাগরাম ছিলো চীন-রাশিয়ার বিরুদ্ধে আমেরিকার প্রধান ঘাঁটি: মার্কিন কংগ্রেসম্যান বোস্ট

spot_imgspot_img

আফগানিস্তানের বাগরাম চীন-রাশিয়ার বিরুদ্ধে আমেরিকার প্রধান সামরিক ঘাঁটি ছিলো বলে মন্তব্য করেছেন দেশটির কংগ্রেসম্যান (সাংসদ) বোস্ট।

রবিবার (২৫ মে) টলো নিউজের খবরে একথা জানানো হয়।

খবরে বলা হয়, হাউস কমিটির ভেটেরান্স অ্যাফেয়ার্সের চেয়ারম্যান ও মার্কিন কংগ্রেসম্যান মাইক বোস্ট, এক সাক্ষাৎকারে বাগরাম বিমান ঘাঁটিকে প্রতিপক্ষের মোকাবেলার জন্য দেশের সবচেয়ে অগ্রসর ও প্রধান বিমান ঘাঁটি হিসাবে বর্ণনা করেছেন।

মার্কিন সেনা প্রত্যাহার সত্ত্বেও সরকার বিমান ঘাঁটিটি নিজেদের তত্ত্বাবধানে রাখার পরিকল্পনা করেছিলো বলে জানান।

এছাড়া তড়িঘড়ি করে আফগানিস্তান থেকে মার্কিন সেনাদের ফিরিয়ে নেওয়ায় বাইডেন সরকারের সমালোচনা করেন। কেননা এটি ছিলো চীন-রাশিয়াকে মোকাবিলা করার প্রধান ঘাঁটি, যেখানে প্রায় ৩,৫০০-৫,০০০ সেনা সদস্য মোতায়েন ছিল।

সর্বশেষ

spot_img
spot_img
spot_img