গাজ্জা ভূখণ্ডে চলমান যুদ্ধে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলির আরও তিন সেনা নিহত হয়েছে। নিহতদের দুজন বোমা বিস্ফোরণে এবং অন্যজন প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়।
শনিবার (২৪ আগস্ট) ইসরাইলি সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।
ইসরাইলি সামরিক বাহিনী জানায়, আগের দিন গাজ্জা উপত্যকায় যুদ্ধে তিন রিজার্ভ সৈন্যের মৃত্যু হয়েছে। মধ্য গাজ্জায় নিহত ওই তিন সেনার মধ্যে দুইজন সার্জেন্ট ফার্স্ট ক্লাস এবং একজন হচ্ছেন সার্জেন্ট মেজর।
ইসরাইলি সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি এক টেলিভিশন ব্রিফিংয়ে বলেন, নিহতদের মধ্যে দুইজন বোমা বিস্ফোরণে প্রাণ হারায় এবং প্রতিরোধ যোদ্ধারা গুলিবর্ষণ শুরু করলে তৃতীয়জন বন্দুকযুদ্ধে মারা যায়।











